দান্তা রামগড় : আগামী ২৫ নভেম্বর রাজস্থানে পদ্ম ফুল ফুটতে চলেছে এবং ডাবল ইঞ্জিন সরকার গঠন হতে চলেছে। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার রাজস্থানের সিকার জেলার দান্তা রামগড়ে একটি নির্বাচনী জনসভায় নাড্ডা বলেন, “আপনাদের করতালি দেখে বোঝাই যাচ্ছে, আপনারা বিজেপিকে জয়ী করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী ৫ বছরে রাজস্থানের ভাগ্য ও চিত্র পরিবর্তন হতে চলেছে।”
নাড্ডা আরও বলেন, “সাবমেরিন কেলেঙ্কারি, হেলিকপ্টার কেলেঙ্কারি, টুজি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, চাল কেলেঙ্কারি করেছে কংগ্রেস। গেহলট সরকার তো বার্ধক্য পেনশনে ৪৫০ কোটি টাকার কেলেঙ্কারি করেছে, প্রবীণদেরও রেহাই দেননি। অশোক গেহলটের ভাই কৃষকদের ভর্তুকিযুক্ত সার রফতানি করেছিলেন।” নাড্ডা বলেন, মূল্যবোধ ও শান্তির জন্য পরিচিত রাজস্থান এখন ধর্ষণে এক নম্বরে পরিণত হয়েছে। তাই ২৫ নভেম্বর কংগ্রেসকে উপড়ে ফেলতে হবে।