নয়াদিল্লি : শিখ ফর জাস্টিসের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খোঁজে পাঞ্জাব ও হরিয়ানাযর ১৪টি জায়গায় অভিযান এনআইএ-এর। বুধবার পাঞ্জাব ও হরিয়ানার ১৪টি স্থানে ‘বেআইনি সমিতি’, শিখস ফর জাস্টিস (এসএফজে) এর সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর তরফে।
পাঞ্জাবের মোগা জেলার ঝান্ডিওয়ালা গ্রামে লাভ সিংয়ের বাসভবনে অভিযান চালায় এনআইএ আধিকারিকরা। লাভ সিং বিদেশে থাকা বিচ্ছিন্নতাবাদী সমর্থক বাঘেল সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ছিল। পাঞ্জাবের পাশাপাশি এদিন হরিয়ানার যমুনানগরে মেজর সিংয়ের বাড়িতেও সন্ত্রাসবাদী তহবিল মামলায় তল্লাশি চালানো হয়। মেজর সিং আমেরিকায় বিচ্ছিন্নতাবাদী সমর্থকের ঘনিষ্ঠ সহযোগী ছিল। বাটালা গ্রামের বোলেওয়ালেতেও অভিযান চালায় এনআইএ।