নিউজ ডেস্ক: আমেরিকা-কানাডা সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ! নায়াগ্রা জলপ্রপাতের কাছে সীমান্ত এলাকার একটি ব্রিজে গাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। মুহূর্তে ভস্মীভূত হয় গাড়িটি। গাড়ির ভিতরে থাকা দু’জনও বিস্ফোরণে তৎক্ষনাৎ প্রাণ হারান। বিশাল গগনভেদী শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গোটা ব্রিজই ধোঁয়ায় ভরে যায়। এই কোলাহলের মধ্যে আমেরিকা ও কানাডায় সীমান্ত পেরনোর উদ্দেশ্যে জড়ো হওয়া পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত ব্রিজটিকে বন্ধ করে দেওয়া হয়। এখনও অবধি এই ঘটনা নাশকতামূলক হওয়ার কোনও ইঙ্গিত মেলেনি।
বুধবার নায়াগ্রা ফলসের কাছে আমেরিকা–কানাডা সীমান্তের রেনবো সেতুতে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, স্টেট পুলিশ ও এফবিআই–র টেররিজম টাস্ক ফোর্স ঘটনাস্থলে গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখেছে। কানাডা থেকে আমেরিকায় প্রবেশের সমস্ত এন্ট্রি পয়েন্টগুলিতে নজরদারি চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সীমান্তের প্রথম চেকপয়েন্ট পার করে গিয়েছিল গাড়িটি। কিন্তু সন্দেহ হওয়ায় গাড়িটিকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য দাঁড় করাতে বলা হয়েছিল। কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগতেই বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি। এফবিআই–র সন্দেহ, কোনও ডিভাইস বা যন্ত্র দিয়ে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে।