নিউজ ডেস্ক: রাজস্থানে এবার বিজেপি সরকার গঠন করবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বৃহস্পতিবার সকালে জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছেন, “আমি গোটা রাজস্থান সফর করেছি এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, রাজস্থানে পরবর্তী সরকার ভারতীয় জনতা পার্টি গঠন করছে। রাজস্থানের প্রতিটি প্রান্তে মানুষের মধ্যে পরিবর্তনের মেজাজ রয়েছে। রাজস্থানের জনগণ কংগ্রেস সরকারকে বিদায় জানাতে নিজেদের মনস্থির করেছেন।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “রাজস্থান বরাবরই মোদীজির পাশে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে। ২০১৪ এবং ২০১৯ উভয় নির্বাচনেই বিজেপিকে সমস্ত আসন দিয়ে রাজস্থানের মানুষ সবসময় মোদীজিকে সমর্থন করেছেন।” অমিত শাহ বলেছেন, “গত ৫ বছরে রাজস্থানে কেউ যদি সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে তাঁরা হলেন মহিলা এবং দলিত। গেহলট সরকারের তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে। গত ৫ বছরে ছাবরা, ভিলওয়াড়া, কারাউলি, যোধপুর, চিত্তোরগড়, নোহার, মেওয়াত, মালপুরা, জয়পুরে পরিকল্পিত দাঙ্গা হয়েছে। ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে গেহলট সরকার দাঙ্গাকারীদের বিরুদ্ধে কোনও দৃঢ় পদক্ষেপ নেয়নি।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “গত ৫ বছরে রাজস্থানে ২ লক্ষের বেশি মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। কংগ্রেসের লাল ডায়েরি দুর্নীতির প্রতীক। এখানে অনেক আত্মসাতের মামলা হয়েছে। সচিবালয়ে ২ কোটি ৩৫ লক্ষ টাকা ও এক কেজি সোনা পাওয়া গিয়েছে। তা সত্ত্বেও গেহলট সরকারের নড়চড় নেই। রাজস্থানের কৃষকদের অবস্থাও খুব খারাপ। ১০ দিনের মধ্যে ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা গেহলট সরকার ৫ বছরেও ৫ শতাংশ কৃষকের ঋণ মকুব করেনি।”