নিউজ ডেস্ক: করোনা
অতিমারীর আতঙ্ক থেকে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি বিশ্ববাসী। আর এরই মধ্যে এবার নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই চিনে। জানা গিয়েছে,
এক ‘রহস্যময়‘ নিউমোনিয়াকে
কেন্দ্র করে এই আতঙ্ক ছড়িয়েছে। শ‘য়ে শ‘য়ে শিশুরা আক্রান্ত হচ্ছে। সংবাদসংস্থা সূত্রে খবর,
জ্বর ও ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। আক্রান্তের সংখ্যা
হু হু করে বাড়তে থাকায় হাসপাতালে ভিড় উপচে পড়ছে। বেজিং এবং লিয়াওনিং প্রদেশে
আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি হওয়ায় সেখানে একাধিক স্কুল বন্ধ রাখতে হয়েছে বলেও
জানা গিয়েছে।
বিশ্ব
স্বাস্থ্য সংস্থা বা WHO-এর বিশেষজ্ঞদের দাবি, চিনে করোনার পর ইনফ্লুয়েঞ্জার
মতো এই নতুন রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগ সম্পর্কে চিনকে বিস্তারিত তথ্য জানানোর
কথাও বলেছে হু।পরিস্থিতি বিচার করে মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক
রোগ নজরদারি সংস্থা ProMed. তারা জানিয়েছে, নিউমোনিয়ার মতো এক রোগে আক্রান্ত হচ্ছে বহু শিশু। তবে রোগের কারণ এখনও
স্পষ্ট নয়।