নিউজ ডেস্ক:
সার ও বীজের কালোবাজারি বন্ধ, কাঁচা চা পাতার সরকারি সহায়ক মূল্য ঘোষণা সহ এগারো দফা দাবিতে সোচ্চার হলো সংগ্রামী কৃষক ঐক্য
মঞ্চ। বৃহস্পতিবার সংগঠণের পক্ষ থেকে উক্ত দাবি আদায়ের
লক্ষ্যে একটি মিছিল জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের
কার্যালয়ে উপস্থিত হলে পুলিসের বাধার মুখে পরে। পরবর্তীতে সংগঠনের এক প্রতিনিধি দল উল্লেখিত বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা শাসকের কাছে এক স্বারকলিপি প্রদান
করে।
উল্লেখযোগ্য
দাবি গুলোর মধ্যে রয়েছে সার এবং বীজ নিয়ে বর্তমানে সংগঠনের পক্ষ থেকে যে অভিযোগ
করা হয়েছে তার তদন্ত করে সঠিক দামে কৃষকদের সার ও বীজ সরবরাহের ব্যবস্থা করা, প্রান্তিক চা চাষীদের স্বার্থে কাঁচা চা পাতার সরকারি
সহায়ক মূল্যে ঘোষণা, স্মার্ট মিটার ব্যাবস্থা শুরু
প্রক্রিয়া বন্ধ করা সহ অন্যান্য।
এই প্রসঙ্গে
সংগঠণের অন্যতম সদস্য নরেশ রায় বলেন, “সার ও বীজ নিয়ে কালোবাজারি হচ্ছে।
যার ফলে কৃষকদের অধিক মূল্যে কৃষির মূল দুটো জিনিস কিনতে হচ্ছে। অথচ ধান সহ অন্যান্য কৃষিজাত পণ্যের উৎপাদন খরচ উঠছে না”।