নিউজ ডেস্ক: যিনি ডাক্তার বলে নিজেকে পরিচয় দিচ্ছেন তার যোগ্যতা নাকি উচ্চ মাধ্যমিক পাস। ওই চিকিৎসকের নাম জীবন কুমার মাজি। তিনি কার্যত চেম্বার খুলে প্রেসক্রিপশন ছাপিয়ে সেখানেই লিখছেন রোগীদের প্রয়োজন মত ওষুধ। এমনকি তিনি নাকি অপারেশন করার জন্য রেফার ও করেন এমনটাই জানাচ্ছেন ওই ভুয়ো ডাক্তার। এমনকি তিনি নাকি নিজের চেম্বার থেকে ওষুধও বিক্রি করছেন এমনটাই দেখা যাচ্ছে। এই ভুয়ো ডাক্তারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন বোলপুর স্ক্যান পয়েন্টের কর্মকর্তারা।
বোলপুর থানার অন্তর্গত বোলপুরের বিচিত্রা সিনেমা হলের পিছনে মোহর আবাসনের নীচে রুম ভাড়া করে চলছে ভুয়ো ডাক্তারের তরফে চিকিৎসা এমনটাই অভিযোগ। এই ডাক্তারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে ‘বোলপুর স্কান পয়েন্ট’ এর কর্মকর্তারা এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। পরে এই ঘটনার খবর বোলপুর থানার পুলিশ জানতে পারলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দেখেই চেম্বারের পেছন দিক থেকে পালানোর চেষ্টা করে ওই ভুয়ো ডাক্তার পরে তাকে বোলপুর থানার পুলিশ আটক করে নিয়ে যায় ।