নিউজ ডেস্ক:
সম্পত্তি টাকা পয়সা জোরপূর্বক হাতিয়ে নিয়ে মারধর করার অভিযোগ ৭০বছরের এক বৃদ্ধা
মা পুর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ নিয়ে হাজির হলেন
বৃহস্পতিবার।
সাংবাদিকদের
মুখোমুখি হয়ে অসহায় মা সাফিয়া খাতুন বলেন, বুধবার রাত্রি নয়টা নাগাদ এসে আলমারি খুলে তিন মেয়ে মিলে
জিনিসপত্র বের করে নেয়। বড়ো মেয়ে, ছোটো মেয়ে এবং সেজো
মেয়ে মিলিত ভাবে। মেয়েদের নাম যথাক্রমে আলিয়া বেগম, ডালিয়া
বেগম এবং রিজিয়া খাতুন। অসহায় মা অর্থাৎ সাফিয়া খাতুনের বাড়ি শহর বর্ধমানের
কেষ্টপুরে। সাফিয়া খাতুন আরও বলেন, আমি এক একজনকে ১৬ লাখ
টাকা করে দিয়েছি। আমাকে দেখবে বলে সব হাতিয়ে আর দেখা তো দূর আমার সব কিছু
হাতিয়ে নিচ্ছে।।