নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই রোমহর্ষক জয় তুলে নিল ভারত। সেই সঙ্গে গড়ল নয়া নজির। ভারত এদিন ২০৯ রান তাড়া করে জয় ছিনিয়ে নেয়।
জয় দিয়েই সফর শুরু করলেন সূর্য। ব্যাটার হিসেবে ৮০ রানের অনবদ্য একটা ইনিংসও খেলেন। ২০৯ রানের বিশাল লক্ষ্য ছিল ভারতের সামনে। ঈশানের হাফসেঞ্চুরি এবং সূর্যর অনবদ্য ইনিংসে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল ভারত। সূর্য ফিরতেই সাময়িক চাপে পড়ে। ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করেন আইপিএল সেনসেশন রিঙ্কু সিং। ২ উইকেটে জয়ী ভারত।
বৃহস্পতিবার ২ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ৪২ বলে ৮০ রান করে ম্যাচের সেরা হলেন স্কাই।