নিউজ ডেস্ক: মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচে নজিরবিহীন অশান্তি, তুমুল মারামারি, রক্তপাতের ঘটনায় কড়া শাস্তির মুখে পড়তে চলছে ব্রাজিল। আর্থিক জরিমানা, পয়েন্ট কেটে নেওয়া হতে পারে তাদের।
রিয়ো ডি জেনেইরো বুধবার ব্রাজিলের মুখোমুখি হয়েছিল লিয়োনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগে যখন দু’দেশের ফুটবলাররা সারি দিয়ে দাঁড়িয়েছিলেন জাতীয় সঙ্গীত বাজার সময়, তখনই গ্যালারির একাংশে আর্জেন্টিনার সমর্থকদের আক্রমণ করে ব্রাজিলের জনতা। এমনকি, ব্রাজিলের স্থানীয় পুলিশও আর্জেন্টিনার সমর্থকদের উপরে লাঠি চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। প্রতিবাদে দল নিয়ে বেরিয়ে যান মেসি। নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা পরে খেলা শুরু হয়।
এই ঘটনায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘‘ফুটবলে মাঠের ভিতরে ও বাইরে হিংসাত্মক ঘটনার কোনও জায়গা নেই।’’ এর পরেই বিশ্বফুটবলের নিয়ামক সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি ঘটনার তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়।