নিউজ ডেস্ক: বাংলায় ক্রমশ শীতের আমেজ বাড়ছে। দরজায় কড়া নাড়ছে শীত। সকাল ও রাতের দিকে দক্ষিণবঙ্গে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নেমে গিয়েছে। এরই মধ্যে আবার ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হওয়ার পূর্বাভাসে সেই আশঙ্কার মেঘ দেখছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ২৫ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। ২৬ নভেম্বর নিম্নচাপ তৈরির আশঙ্কা। ২৭ নভেম্বর চা গভীর নিম্নচাপে পরিণত হবে। আপাতত এর অভিমুখ পশ্চিম-উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিগজাউম। ঝড়ের নামকরণ করেছে মায়ানমার। এর ফলে নভেম্বরের শেষ কটা দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
তবে দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা নামবে। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামবে। আগামী কিছুদিন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৫-২০ ডিগ্রির আশপাশে থাকবে। সপ্তাহান্তে কলকাতার পারদও অনেকটাই নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।