নিউজ ডেস্ক: রশ্মিকা মন্ধানা, কাজলের পর এবার ডিপফেক ভিডিও তৈরি হল সারা তেন্ডুলকরের। এক্স হ্যান্ডলে সেই ভিডিও প্রকাশ পেতেই মুহূর্তের মধ্যে ভাইরাল। তবে এই ঘটনার পর চুপ করে বসে থাকেননি সারা তেন্ডুলকর। সঙ্গে সঙ্গেই তার এক্স অ্যাকাউন্টটি বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
টুইটারে সারা বলেছেন, টুইটারে যে-যে অ্যাকাউন্ট রয়েছে আমার একটাও ভেরিফায়েড নয়, সবকটিই ভুয়া। যে ভিডিয়ো তৈরি হয়েছে আমার, সেগুলি এক্কেবারে মিথ্যে। বাস্তবের থেকে অনেক-অনেক দূরে।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে লাইমলাইটে সারা তেন্ডুলকর। মা অঞ্জলির মতো বিদেশ থেকে ডাক্তারি পড়েছেন সারাও। তবে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার তৈরি করতে চান তিনি। হতে চান প্রতিষ্ঠিত অভিনেত্রীও। যে কারণে বিভিন্ন প্রযোজনা সংস্থা এবং পরিচালকদের সঙ্গে দেখা করছেন তিনি।