নিউজ ডেস্ক: শুক্রবার ২৪ নভেম্বর সকাল থেকেই গাজায় শুরু হচ্ছে চারদিনের যুদ্ধবিরতি। একই দিনে বন্দি মুক্তিও শুরু হবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কাতারের বিদেশ মন্ত্রক।
৭ অক্টোবর থেকে একটানা যুদ্ধ চলছে ইজরায়েল ও হামাস গোষ্ঠীর মধ্যে। ইতিমধ্যে ভারত-সহ বিভিন্ন দেশ এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। অবশেষে বুধবার কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, শুক্রবার থেকে পরের চার দিন ইজরায়েল আর কোনওরকম হামলা চালাবে না গাজা ভূখণ্ড বা ওয়েস্ট ব্যাঙ্কে। এই সময়কালে চলাকালীন কমপক্ষে ৫০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেবে হামাস।