হাওড়া:- বৃহস্পতিবার আন্দুল বাস স্ট্যান্ড মোড়ে দলীয় জনসভাতে এসে জোতিপ্রিয়র পিজিতে ভর্তি হওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট বলেন,’ জোতিপ্রিয়র কিছু হয় নি, ওর ইডি ফোবিয়া হয়েছে। এই রোগের কোনো চিকিৎসা হয় না। পেছনে ডান্ডা দিক সব ঠিক হয়ে যাবে।’
এছাড়াও জোতিপ্রিয়র জেলে থাকার বিষয় নিয়ে কৌতুক করে সুকান্ত বলেন,’ জ্যোতিপ্রিয় জেলে নিঃসঙ্গ আছে আমাদের কষ্ট হয়। আমরা জানি ওর অনেক বান্ধবী আছে। ইডি সিবিআইকে বলবো খোঁজ নিয়ে তাদের একটা, দুটোকে গ্রেফতার করে জেলে ঢোকাক। জোতিপ্রিয় দার নিঃসঙ্গতা কেটে যাবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে, এখন দেখছি ডাবল ডাবল জেলে যাচ্ছে। একটার সঙ্গে একটা ফ্রি।’ এছাড়াও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত বলেন,’ আমরা প্রচার করি না যে বিরাট কোহলির সঙ্গে হস্ত মর্দন করার পর ব্যাটে রানের খরা কাটাতে তাকে মন্দিরে গিয়ে পুজো দিতে হয়েছিল। সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে রাজনীতির জন্য ব্যবহার করছে মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের একটাই নীতি কাজের বেলায় কাজী আর কাজ ফুরোলে পাজি। আগে বলেছিল সিএএ করতে দেবে না, এখন বলছে এনআরসি করতে দেবে না। এটা সংখ্যালঘু ভাইদেরকে বুঝতে হবে।’
বৃহস্পতিবার ফের মহুয়াকে খোঁচা মেরে সুকান্ত বলেন,’ যিনি নিজের স্নো, পাউডার আর লিপস্টিকের জন্য দেশের সম্পত্তি বেচে দিতে পারে , এই ধরণের সাংসদ মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলা মডেল তৈরি করেছে।’