নয়াদিল্লি, ২৪ নভেম্বর : শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জম্মু ও কাশ্মীরের এনকাউন্টারে পাঁচ সেনা সদস্যের শহিদ হওয়াতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
মল্লিকার্জুন খাড়গে শুক্রবার এক্স-এ পোস্ট করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে দুই ক্যাপ্টেন, তিনজন জওয়ান সহ মোট পাঁচজন সেনা সদস্যের শহিদ হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।”
বুধবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাজিমাল এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে দুই ক্যাপ্টেন সহ পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। অভিযানে নিহতরা হলেন কর্ণাটকের ম্যাঙ্গালোর এলাকার ক্যাপ্টেন এম ভি প্রাঞ্জল, উত্তরপ্রদেশের আগ্রার ক্যাপ্টেন শুভম গুপ্ত, জম্মু ও কাশ্মীরের পুঞ্চের আজোটের আবদুল মজিদ, উত্তরাখণ্ডের হলি পদলি এলাকার ল্যান্স নায়েক সঞ্জয় বিস্ত এবং প্রদেশের প্যারাট্রুপার আলি সচিনতাগর। খাড়গে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে অদম্য সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সৈন্যদের বীরত্বের প্রভূত প্রশংসা করেন।