শান্তি রায় চৌধুরী
কলকাতা, ২৪ নভেম্বর: শনিবার মারাদোনার চলে যাওয়ার তিন বছর পূর্তি। অসময়েই চলে গেছেন ফুটবল জাদুকর দিয়েগো আরমান্দো মারাদোনা। ঠিক তিন বছর আগে, ২০২০ সালের ২৫ নভেম্বর নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেছেন ফুটবল দুনিয়ায় অবিসংবাদিত এই সম্রাট।মারাদোনার বিদায়ের এই তিন বছরে ফুটবল বিশ্বে অনেক কিছুই ঘটে গেছে। সবচেয়ে বড় যেটা হচ্ছে ২৮ বছর পর শিরোপা মেসিদের হাতে উঠেছে। মারাদোনা দেখে যেতে পারেননি। বেঁচে থাকলে হয়তো গ্যালারিতে শিশুর মত লাফাতেন।তিনি চলে যাওয়ার পর কত কিছুই না ঘটে গেছে বিশ্ব ফুটবলে। তাকে স্মরণীয় করে রাখতে তালিয়ান ক্লাব নাপোলি তাদের এক ম্যাচে মাঠে নেমেছে ম্যারাডোনার ছবি আঁকা জার্সি পরে। আজ নাপোলি স্টেডিয়ামের সামনে বসেছে তার পূর্ণ আকৃতির ব্রোঞ্জমূর্তি। নাপোলি আবার তাদের স্টেডিয়ামে নাম বদলে দিয়েছে। সেটি হয়েছে দিয়েগো আরমান্দো মারদোনা স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের সামনে তো মারাদোনার আবক্ষ মূর্তিই শোভা পাচ্ছে।সারা বিশ্ব ফুটবল অবশ্যই এই দিনটাতে তাকে শ্রদ্ধা জানাচ্ছে,কিন্তু নাপোলিটানদের মতো মারাদোনার প্রতি ভালোবাসা দেখাতে পেরেছে আর কারা! সেখানে তার নিত্যনতুন ম্যুরাল হয়। প্রতিবারই তার মৃত্যুবার্ষিকীতে তাদের আবেগটা হয়ে থাকে বেশিই।ফুটবল রাজপুত্রকে নিয়ে নানা বিতর্কিত ঘটনা সামনে আসার পরও তাকে নিয়ে আবেগে ভাসে মানুষ।