নিউজ ডেস্ক: আজ থেকে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন। শাসক এবং বিরোধী দুপক্ষেরই একাধিক কর্মসূচি রয়েছে এই অধিবেশনে। গতকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় দলের অধিবেশনে ঘোষণা করেছেন যে অধিবেশন চলাকালীন ন্যায্য প্রাপ্যের দাবিতে তার দলের সমস্ত বিধায়করা আম্বেদকার মূর্তির নিচে অবস্থান করবেন। অন্যদিকে বিরোধী দল বিজেপি রেশন দুর্নীতি, জয়নগরের ঘটনা সহ একাধিক ইস্যু অধিবেশনে তুলতে চলেছে। এরই মাঝে ২৮ তারিখে সংবিধান দিবস উপলক্ষে আলোচনাও থাকবে। প্রস্তাব আনবে শাসক দল। অন্যদিকে আজই দুপুর একটা থেকে বিধানসভায় শাসক দলের পরিষদীয় মিটিং রয়েছে। যেখানে শাসকদলের সমস্ত বিধায়কদের চলতি অধিবেশনে কীভাবে চলতে হবে তা নিয়ে বক্তব্য রাখবেন সুব্রত বক্সী।
শীতকালীন অধিবেশন বসবে চারদিন। শুক্রবার বিধানসভা অধিবেশন শুরু হওয়ার পর শনিবার, রবিবার ও সোমবার বন্ধ থাকবে বিধানসভার কাজকর্ম। ৩০ নভেম্বপ্র পর্যন্ত বসবে বিধানসভা। প্রথম দিন তেমন গুরুত্বপূর্ণ আলোচনা না থকেলেও ২৮ তারিখ সংবিধান দিবস উপলক্ষে আলচনা হওয়ার কথা রয়েছে। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে বসার কথা রয়েছে। সেই বৈঠকে থাকবেন বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত বক্সী। দলের বিধানসভায় কি ভূমিকা হবে তা নির্ধারণ করতেই এই বৈঠক। এছাড়াও ২৯ তারিখ বিধায়ক, মন্ত্রীদের বর্ধিত বেতন নিয়েও আলোচনা হবে এবারের অধিবেশনে। ৩০ তারিখ জিএসটি সংক্রান্ত বিল নিয়ে আলোচনার কথা রয়েছে এবারের অধিবেশনে। সব কিছু ঠিক থাকলে এদিনই শেষ দিন শীত কালীন অধিবেশনের।