দোহা, ২৪ নভেম্বর : ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নৌসেনার প্রাক্তন আট কর্মীর মৃত্যুদণ্ড দেওয়ার বিরুদ্ধে ভারতের আবেদন গ্রহণ করল কাতারের আদালত। জানা গিয়েছে, মৃত্যুদণ্ডের আদেশ আবার খতিয়ে দেখা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলার শুনানি হবে বলেই সূত্রের খবর।
২০২২ সালের আগস্ট মাসে আট নৌসেনা কর্মীকে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা বিভাগ। তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। এর আগে একাধিক বার তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। অবশেষে অক্টোবর মাসে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় আটজনকে। যদিও সরকারিভাবে এই আদেশ নিয়ে কিছুই বলা হয়নি কাতারের তরফে।
তবে এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ভারতের বিদেশমন্ত্রক। মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, কাতারের বিচার প্রক্রিয়া অত্যন্ত গোপনে চলছে। তবে নৌসেনা কর্মীদের হয়ে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতও। চলতি মাসের শুরুতেই কাতারের কাছে আবেদন জানায় ভারত। আট নৌসেনা কর্মীর মৃত্যুদণ্ডের সাজা বাতিল করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি নৌসেনা কর্মীদের পরিবারের সঙ্গে দেখাও করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।