নিউজ ডেস্ক: নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারী, জেলের বদলা জেল। ৪ এর বদলা ৮ জন বিজেপি নেতাকে জেলে ভরার হুঁশিয়ারি মমতার। পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে দিয়েই বিজেপি নেতাদের জেলে ভরা শুরু হোক চ্যালেঞ্জ সুকান্তর।
মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁকা আওয়াজ দেন মমতার গ্রেফতারির হুঁশিয়ারি প্রসঙ্গে বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকটি কমিশন তৈরি করে সিপিএম নেতাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু কেউই গ্রেফতার হননি। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তা রাজনৈতিক হুঁশিয়ারি মাত্র বলেই মনে করছে রাজনৈতিক মহল।