নিউজ ডেস্ক: বিগত দু-তিনদিন ধরে বেশ দ্রুত উত্থান লক্ষ্য করা গিয়েছে নিফটির সূচকে। সেনসেক্সও বেড়েছে ৯২ পয়েন্ট। কিন্তু শুক্রবার শেয়ার বাজারে আরো পতন। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিন বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ০.০৭ শতাংশ অথবা ৪৭.৭৭ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৬৫৯৭০.০৪। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ০.০৪ শতাংশ অথবা ৭.৩০ পয়েন্ট নিম্নগামী হয়েছিল। এই সূচক ওই সময় ছিল ১৯৭৯৪.৭০ পয়েন্টে।
আজ নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ -এর সূচক প্রায় ০.৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাজারে বর্তমানে অনিশ্চয়তা রয়েছে। মূলত বিশ্ববাজারে অনিশ্চয়তা থাকায় ইকুইটি মার্কেটে চাপ রয়েছে। এমন অবস্থায় উচ্চ মানের লার্জক্যাপ স্টকে দীর্ঘমেয়াদে বিনিয়োগ লাভজনক হতে পারে। অন্যদিকে, চলতি বছরে স্মলক্যাপ বিভাগে দুর্দান্ত বৃদ্ধি দেখা গিয়েছে। ফলে স্মলক্যাপ বিভাগের স্টকগুলি বিনিয়োগের জন্য বাছাই করা যেতে পারে। তবে সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর অনেকটাই বেশি থাকবে এটা মাথায় রাখা দরকার।