২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন। আর এবার এই নির্বাচনে দেখা যাবে নতুন দল ‘তৃণমূল বিএনপি’-কে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লিগ ছেড়ে অনেক নেতাই যোগ দিয়েছেন এই নতুন দলে।
প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে অনাস্থা জানিয়ে ২০১৫ সালে নতুন দল গড়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-র বিদ্রোহী নেতারা। চলতি বছর সেই দল নির্বাচন কমিশনের স্বীকৃতিও পেয়েছে। স্বীকৃতি পাওয়ার পর এবার প্রথমবার রাজনৈতিক দল হিসেবে ভোটে লড়তে চলেছে তারা। খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভার সদস্য নাজমুল হুদা তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
চলতি সপ্তাহ থেকে ভোটে মনোনয়ন পাওয়ার জন্য ইচ্ছুকদের আবেদন গ্রহণ শুরু করেছে তৃণমূল বিএনপি। ইতিমধ্যেই আওয়ামী লিগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রাক্তন সাংসদ নতুন দলে যোগ দিয়েছেন। সেই দলে রয়েছেন, হাসিনার ঘনিষ্ঠ প্রয়াত বিএনপি নেতা আবদুস সাত্তার ভুইয়াঁর পুত্র মাইনুল হাসান এবং একদা জাতীয় পার্টির প্রথম সারির নেতা জিয়াউল হক মৃধা। কট্টরপন্থী দল ইসলামি ঐক্যজোটের প্রথম সারির নেতা মাওলানা আবুল হাসানাত আমিনীও যোগ দিয়েছেন তৃণমূল বিএনপিতে।
চলতি যে সংসদ রয়েছে তার মেয়াদ শেষ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। তার জেরেই জানুয়ারিতে নির্বাচন করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। তবে নয়া এই দল নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার।