নভেম্বর থেকেই ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে বাংলায়। ইতিমধ্যেই আলমারি থেকে বেরিয়ে পড়েছে সোয়েটার, কম্বল, চাদর। সকাল ও রাতের দিকে ভালোই শিরশিরানি অনুভূত হচ্ছে। আর তার মধ্যেই এবার খাবার খবর দিল আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আর তার হাত ধরে বঙ্গোপসাগরে ঘনাবে নিম্নচাপ। ফলে বঙ্গে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে শীতের আমেজ বজায় থাকলেও, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। এরপর গতিপথ পরিবর্তন করে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেটাই দেখার।
তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ স্পষ্ট। জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে রয়েছে। এছাড়া কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কিন্তু, মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। পরিষ্কার থাকবে আকাশ। শীতের আমেজ ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গের বাকি জেলাতে আরও চার-পাঁচ দিন শুকনো আবহাওয়া থাকবে।