নিউজ ডেস্ক: রাহুল দ্রাবিড় আর ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে থাকছেন না। তার বদলে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। তবে তার আগেই জানা যাচ্ছে, রাহুল দ্রাবিড়কে এবার হয়ত আইপিএলে একটি দলের মেন্টর হিসেবে দেখা যেতে পারে। কোন দল? কানাঘুষো শোনা যাচ্ছে, লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হতে চলেছেন রাহুল দ্রাবিড়।
উল্লেখ্য, লখনৌ সুপারজায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর যিনি তাঁর পুরনো দল কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন আগামী মরশুমের আইপিএলে। তাই সেই জায়গাতেই গৌতম স্থলাভিষিক্ত হতে পারেন দ্রাবিড়।
তবে দ্রাবিড় এখনই লখনউ সুপারজায়ান্টস দলের সদস্য তা বলা সম্ভব নয় তার কারণ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্রাবিড়কে কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যহতি না নেওয়ার অনুরোধ জানাতে পারে। তবে দ্রাবিড় নাকি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি আর রোহিতদের কোচের পদে থাকতে আগ্রহী নন।