টেবল টেনিসে বাংলার উজ্জ্বল মুখ অঙ্কুর ভট্টাচার্য। রাজ্য স্তর মাতিয়ে এবার যুব বিশ্বকাপে যাচ্ছেন তিনি। স্লোভানিয়ার হবে এবারের যুব বিশ্বকাপ। এই নিয়ে তৃতীয় বার যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অঙ্কুর। দেশের স্বপ্নপূরণের গুরুদায়িত্ব এখন তাঁর কাঁধেই। যুব বিশ্বকাপে চাপ নিতে চান না বাংলার এই প্রতিভাবান প্যাডলার। বিশ্বকাপের পর রাজারহাটের ১৭ বছরের অঙ্কুররের লক্ষ্য অলিম্পিকের পদক। তবে তার আগে স্লোভানিয়া থেকে জিতে ফেরাটাই তাঁর মূল লক্ষ্য। বিশ্বকাপের সাফল্যের পরই অলিম্পিক নিয়ে চিন্তাভাবনা শুরু করতে চান তিনি। এমনকী, তাঁর বিশ্বকাপে যাওয়া নিয়ে আশাবাদী কোচ সৌরভ চক্রবর্তীও।
টেবল টেনিস পরিবার থেকে উঠে এসেছেন অঙ্কুর। বাবা আর মা দু’জনেই প্যাডলার ছিলেন। পরিবারের স্বপ্নপূরণের গুরুদায়িত্ব এখন অঙ্কুরের কাঁধে। যুব বিশ্বকাপে চাপ নিতে নারাজ বাংলার প্রতিভাবান প্যাডলার। বিদেশে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। রাজারহাটে নিজের বাড়িতে টেবল টেনিস বোর্ড আছে। শুধু তাই নয় ছোটখাটো একটা জিমের ব্যবস্থাও আছে। সেখানেই কার্যত সারা দিন প্র্যাক্টিস করেন অঙ্কুর। অনুশীলনে ব্যক্তিগত কোচের ভূমিকা পালন করেন বাবা অংশুমান ভট্টাচার্য।
পর্তুগালে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই স্লোভানিয়া থেকে পদক জিতে ফিরতে চান অঙ্কুর। সেখান থেকেই একরাশ আশা নিয়ে স্লোভানিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বাংলার টিটি খেলোয়াড়।