নিউজ ডেস্ক: রবিবার হঠাৎই আইপিএল নিয়ে শোরগোল। মিনি নিলামের আগে এ দিনই ছিল ক্রিকেটারদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন। প্রতিটি দলই একাধিক ক্রিকেটারকে ছেড়েছে। ফলে নিলামের আগে দলগুলির হাতে অনেক টাকাও চলে এসেছে।
নিলামে আরসিবি-র হাতে থাকবে ৪০.৭৫ কোটি টাকা। এর পরেই থাকছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নামবে ৩৪ কোটি টাকা নিয়ে। নিলামে তৃতীয় দল হিসাবে সবচেয়ে বেশি টাকা থাকবে কলকাতা নাইট রাইডার্সের হাতে। তারা নামবে ৩২.৭ কোটি টাকা নিয়ে। কলকাতা ছেড়ে দিয়েছে শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজে, টিম সাউদি ও জনসন চার্লস, আর্য দেশাই, নারায়ন জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন ও উমেশ যাদবকে।
অন্যদিকে মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস তালিকায় চার নম্বরে। তাদের হাতে থাকছে ৩১.৪ কোটি টাকা। সবশেষে পঞ্জাবের হাতে থাকবে ২৯.১ কোটি টাকা। দিল্লি ডেয়ারডেভিলসের হাতে থাকবে ২৮.৯৫ কোটি টাকা। গুজরাত টাইটান্সের হাতে থাকবে ২৩.১৫ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্সের হাতে থাকবে ১৫.২৫ কোটি টাকা। রাজস্থানের হাতে রয়েছে ১৪.৫০ কোটি টাকা। সবচেয়ে কম টাকা থাকছে লখনউ সুপার জায়ান্টসের হাতে। তাদের থাকছে ১৩.১৫ কোটি।