বিজেপির মণ্ডল সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে আজ খেজুরিতে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে ওই নেতাকে। ধৃত বিজেপি নেতার মুক্তির দাবিতেই বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। সকাল ৭টা থেকে বনধ চলছে খেজুরির মোট ১৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বনধের সমর্থনে খেজুরির একাধিক এলাকায় সকাল থেকে মিছিল করেছে বিজেপি নেতা-কর্মীরা। বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। পরে বেশ কিছু এলাকা থেরে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ। কিন্তু, পুলিশ চলে যাওয়ার পর আবারও অবরোধ শুরু করে বিজেপি নেতা-কর্মীরা।
সম্প্রতি খেজুরির বাঁশগোড়াতে ‘হার্মাদ মুক্ত দিবস’ পালনকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা বেধেছিল। তৃণমূলের মঞ্চ ভাঙচুর ও দেবাশিস পন্ডা নামে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ রবীন মান্নাকে গ্রেফতার করে। মণ্ডল সম্পাদককে গ্রেফতারের পর মারিশদা থানায় নিয়ে যাওয়া হয়। সেই খবর পেয়েই সেখানে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশএর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তখনই সোমবার ১২ ঘণ্টার বনধের ডাক দেন। সেই ঘোষণা মতোই আজ খেজুরিতে বনধ শুরু হয়েছে।
তবে বনধ হলেও এখনও পর্যন্ত এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।