পাকিস্তানের সিন্ধ প্রদেশে ফের হিন্দু মন্দির ভাঙার ঘটনা ঘটল। সেদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। জানা গিয়েছে, সিন্ধ প্রদেশের মিথি শহরে একটি হিন্দু মন্দিরকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট থারপার্কার জেলার প্রশাসন জানিয়েছে, হিঙ্গলাজ মাতার মন্দির ভাঙার জন্য নাকি কোর্টের আদেশ ছিল।
লাইন অফ কন্ট্রোলের সংলগ্ন সারদা পীঠ মন্দিরের একটি অংশকে ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মন্দিরের যে অংশ ভাঙা হয়েছে সেখানে একটি কফি হাউস তৈরি করা হবে বলে জানিয়েছে প্রশাসন। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসেই পাকিস্তানের একটি হিন্দু মন্দিরকে ভেঙে দেওয়া হয়।
করাচির কাছেই সোলজার বাজারের মারী মাতা মন্দিরেও বুলডোজার চালিয়েছে স্থানীয় প্রশাসন। দেড়শ বছর আগে তৈরি করা এই মন্দির ৪০০ থেকে ৫০০ বর্গগজ এলাকা জুড়ে অবস্থান করছিল। অভিযোগ উঠছে, পাকিস্তানের যে স্থানগুলিতে মন্দির রয়েছে সেই স্থানগুলিই বেছে বেছে জমি মাফিয়াদের লক্ষ্যবস্তু হয়ে উঠছে।