শীতের আমেজ ভরপুর থাকলেও, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল।
সোমবার আলিপুরে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গত সপ্তাহে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির কাছাকাছি। তা সত্ত্বেও একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে সন্ধ্যা থেকে সূর্যোদয় পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা রাজ্য। এ কারণে শীত অনুভূত হচ্ছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ অন্যান্য জেলাগুলিতে ওঠানামা চলছে।
তবে উত্তরবঙ্গে মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে বেশ কয়েকদিন শুকনো থাকার পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শীতের আমেজ ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন থাকবে।
এদিকে, আগামী দু তিন দিন কুয়াশা থাকবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নভেম্বরের শেষ ক’দিনে ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা।