উত্তরকাশীর সুড়ঙ্গ শাবল-গাঁইতি দিয়ে খোঁড়া শুরু হবে শীঘ্রই। কারণ, ওই পথের মূল বাধা সরানো গিয়েছে। আমেরিকান যন্ত্রের ভাঙা যে টুকরোগুলি সুড়ঙ্গে আটকে ছিল, সোমবার সকালে তা সরিয়ে দিয়েছেন শ্রমিকেরা। ফলে রাস্তা এখন অবাধ। শীঘ্রই শাবল-গাঁইতি নিয়ে সুড়ঙ্গে ঢুকবেন উদ্ধারকারীরা।
উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ আজ ১৬ দিনে পড়ল। বিভিন্ন সমস্যার কারণে উদ্ধারকাজ বারেবারে বাধার সম্মুখীন হলেও হাল ছাড়তে নারাজ উদ্ধারকারী দলগুলি। আমেরিকান অগার মেশিন খারাপ হয়ে যাওয়ার পর শ্রমিকদের বের করে আনার জন্য রবিবার থেকে শুরু হয়েছে ভার্টিকাল বা উল্লব ড্রিলিং। ৪ দিনের মধ্যেই এই ভার্টিকাল ড্রিলিংয়ের কাজ শেষ হওয়ার কথা বলে জানিয়েছে উদ্ধারকারী দলগুলি। আজ থেকে ম্যানুয়াল ড্রিলিং করা হবে বলেও জানা গিয়েছে।
গত ১২ নভেম্বর উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধসের জেরে ৬০ মিটার ধ্বংসস্তূপের পিছনে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। দু’সপ্তাহের বেশি বদ্ধ সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকেরা। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি তাঁদের কাছে খাবার, জল এবং অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে।
সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য প্রথমে আমেরিকান অগার মেশিনের মাধ্যমে ধ্বংসস্তুপ খুঁড়ে এগিয়ে যাওয়ার কাজ চলছিল। কিন্তু গত শুক্রবার মেশিনটি ভেঙে যাওয়ার কারণে সেই কাজ ব্যাহত হয়। আমেরিকান অগার মেশিন খারাপ হয়ে যাওয়ার পর শ্রমিকদের বের করে আনার জন্য রবিবার থেকে শুরু হয়েছে ভার্টিকাল বা উল্লব ড্রিলিং। জানা গিয়েছে, উল্লম্ব ভাবে সুড়ঙ্গ পৌঁছতে ৮৭ মিটার খুঁড়তে হবে। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে উল্লম্ব ভাবে খোঁড়াখুঁড়ি শেষ হয়ে যাওয়ার কথা।