৪ ডিসেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে সর্বদলীয় বৈঠকের ডাক দিল কেন্দ্র। ২ ডিসেম্বর বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। মন্ত্রী জানান, অধিবেশন চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। মূলত অধিবেশন শুরু হওয়ার আগের দিন সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়। তবে এবার একদিন আগেই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। কারণ ৩ ডিসেম্বর ৫ রাজ্যের বিধানসভার ভোটের গণনা রয়েছে। তার জেরেই একদিন আগে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অধিবেশনে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন প্রতিস্থাপনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের বিলটিও ঝুলে রয়েছে। সেটিও এই অধিবেশনে উত্থাপন করা হতে পারে।
গুরুত্বপূর্ণ কয়েকটি বিল ছাড়াও অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এই অধিবেশন যে বিভিন্ন কারণেই উত্তপ্ত হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।