তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন নতুন ঘটনা নয়। তবে সম্প্রতি কুণাল ঘোষ অভিষেকের ছবি না ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এর পরেই শাসক দলের অন্দরে মমতা বনাম অভিষেক লবির ফের মাথা চারা দিয়ে ওঠে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি মমতা বনাম অভিষেক লবির মধ্যে ফাটল কি আরও চওড়া হচ্ছে। আর বিষয়টি তৃণমূলের ঘরোয়া ব্যাপার বলেও দুর্গাপুরের মঞ্চ থেকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের দিলীপ ঘোষ
এদিন মহুয়া মৈত্রকেও একহাত নেন দিলীপ ঘোষ। কয়েকটা উপহারের জন্য সাংসদ দেশের সুরক্ষার কথা ভাবেননি। ‘সংসদে টাকা নিয়ে প্রশ্ন’কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এ ভাবেই আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মহুয়ার পাশাপাশি শাসক দলের বিভিন্ন অভিযুক্ত নেতাদের কটাক্ষ করেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত মহুয়া মৈত্রর উপর যে খাঁড়া ঝুলছে তা অমুলক নয় বুঝিয়ে দিয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর ব্যক্তিগত বিলাসবহুল জীবন কেন ব্যাখ্যার উর্ধ্বে নয় তাও ব্যাখ্যা করেছেন আসানসোলের বিধায়ক।
শাসক দলের নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে শান দিচ্ছে বিরোধীরা। কিন্তু এর প্রভাব ভোট বাক্সে কতটা পড়ে সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।