নিউজ ডেস্ক: আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক করা হল গিলকে। হার্দিক পাণ্ডিয়ার পরিবর্ত হিসাবে তাঁর হাতেই তুলে দেওয়া হল নেতৃত্বের গুরুদায়িত্ব।
মঙ্গলবারই হার্দিক পাণ্ডিয়াকে ট্রেডিং মারফত তুলে দেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। তারপর থেকেই জল্পনা চলছিল, কে হতে পারেন গুজরাতের নতুন অধিনায়ক। দৌড়ে এগিয়ে ছিলেন শুভমনই।
শেষ পর্যন্ত সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সিনিয়র ক্রিকেটে এটাই শুভমনের অধিনায়ক হিসাবে প্রথম সফর। তিনি বলেছেন, ‘গুজরাত টাইটান্সের নেতৃত্ব পেয়ে আমি আপ্লুত ও গর্বিত। আমার হাতে যে একটা দারুণ দলের দায়িত্ব তুলে দিয়েছে এবং আস্থা রেখেছে, তাতে আমি কৃতজ্ঞ। আমাদের দুটো মরশুম দারুণ কেটেছে। রোমাঞ্চকর ক্রিকেট খেলে এই দলকে নেতৃত্ব দিতে আমি তৈরি।’
গুজরাতের অধিনায়ক হিসাবে ঈর্ষণীয় রেকর্ড হার্দিকের। অধিনায়ক হিসাবে হার্দিকের জয়ের হার ৭০.৯৬ শতাংশ। ৩১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। তার মধ্যে ২২টি ম্যাচে জিতেছে গুজরাত। এবার পরীক্ষা শুভমনের।