ভোটের আগে তেলঙ্গানায় এ বার দানা বাঁধল নাম বদল ঘিরে রাজনৈতিক বিতর্ক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাক্ষিণাত্যের ওই রাজ্যে বিজেপির প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা ক্ষমতায় এলে রাজ্যের রাজধানীর নাম বদলে ভাগ্যনগর করবেন। এবার ফের একবার সেই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিষাণ রেড্ডি।
কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি তেলঙ্গানার ভোট প্রচারে গিয়েই এই রাজধানীর নাম বদলের কথা জানান। তিনি বলেন, ‘যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে আমরা হায়দরাবাদের নাম বদল করব। হায়দার নাম সরিয়ে ফেলা হবে এবং নতুন নাম হবে ভাগ্যনগর।’
গত বছর বিজেপির কর্মসমিতির বৈঠকে হায়দরাবাদকে ভাগ্যনগর নামে চিহ্নিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ২০২০ সালে যোগী আদিত্যনাথ এই প্রতিশ্রুতিতে ইন্ধন দিয়েছিলেন যে কংগ্রেস হায়দরাবাদ নাম দিয়েছিল বলেই তা ভাগ্যনগর করা হবে। যোগীর সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।