ইতিমধ্যেই চারটি রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরামের ভোটের পর আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার ভোটের মধ্য দিয়ে পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হতে চলেছে। আর ৩ ডিসেম্বর এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। বিজেপি, কংগ্রেসের অবস্থান কী হবে, কোন অবস্থানেই বা থাকবে ‘ইন্ডিয়া’ জোট- ২০২৪-এর লোকসভা ভোটের আগে এই ফলাফল যে অনেকটাই ইন্ধন দেবে রাজনীতির ময়দানে তা বলাই বাহুল্য।
মিজোরামে ৪০ আসনের বিধানসভায় জোরামথাঙ্গার এমএনএফ ১৭ থেকে ২১টি আসন জিততে পারে বলে অনুমান করছেন রাজনীতি বিশেষজ্ঞরা। ছত্তিশগড়ে ফের ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস, তবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিজেপি শাসন কতটা প্রভাব ফেলবে তা নিয়ে দ্বন্দ্ব থেকে যাচ্ছে।
৩০ নভেম্বর তেলেঙ্গানার ১১৯টি আসনে বিধানসভা নির্বাচন। বিআরএস প্রধান কেসিআর, তাদের বিপরীতে প্রার্থী দিচ্ছে বিজেপি এবং কংগ্রেস। তাই এই রাজ্যে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠবে বিধানসভা নির্বাচন।