সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনেই বিজেপির সভা হবে। সেই সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জন্য ঢেলে সাজানো হচ্ছে সভামঞ্চ। সভার প্রস্তুতি প্রায় শেষ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির সেই সমাবেশের মঞ্চ হবে ৬০ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া। উচ্চতাও যথেষ্ট বড় হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জন্য পৃথক ব্যবস্থাও থাকবে।
মঞ্চে শাহর সঙ্গে থাকবেন বিজেপির শীর্ষ নেতারা। এই সভায় প্রচুর মানুষ যোগ দেবেন বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। সেই কারণে সভার প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না তাঁরা। নিজেরাই বিষয়গুলি খতিয়ে দেখছেন। এছাড়া নিরাপত্তার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে।
২৯ নভেম্বর সকাল ১১টা ৫ মিনিটে দিল্লি থেকে বায়ুসেনার বিমানে চড়বেন অমিত শাহ। সেই বিমান কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বেলা ১টা ১৫ নাগাদ। এরপর কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন তিনি। সেখান থেকে গাড়িতে করে যাবেন ধর্মতলায়। পৌনে ২টো নাগাদ তাঁর সভামঞ্চে পৌঁছনোর কথা। ধর্মতলার প্রতিবাদ সভায় ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা শাহর। বক্তব্য রাখার পর সোজা দিল্লি উড়ে যাবেন তিনি। সন্ধে ৬টা নাগাদ তাঁর দিল্লিতে পৌঁছানোর কথা।