চার দিনের বিরতি আজই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আজ সকালে ইজ়রায়েল জানায়, তারা এই বিরতি আরও দীর্ঘায়িত করতে ইচ্ছুক। হামাসকে সেই প্রস্তাবও দেয় তারা। তবে শর্ত হল, আরও ইজ়রায়েলি বন্দিকে মুক্তি দিতে হবে। তাতে সম্মতি প্রকাশ করেছে হামাস। দিনের শেষে হামাস ঘোষণা করেছে, দু’দিন বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি।
ভারতীয় সময় আজ গভীর রাতে শুরু হয় চতুর্থ দফার বন্দি-বিনিময়। ইজ়রায়েলের সেনার তরফে জানানো হয়েছে, হামাসের হাতে বন্দি ১১ জনকে মুক্তি দেওয়া হয়েছে আজ। স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের হাতে এই ১১ জনকে তুলে দেওয়া হয়।
তবে এক দিকে যেমন বন্দি-মুক্তি চলছে, অন্য দিকে নতুন করে প্যালেস্টাইনিদের গ্রেফতারও চলছে। গত এক রাতে ৬০-এরও বেশি প্যালেস্টাইনিকে গ্রেফতার করা হয়েছে ওয়েস্ট ব্যাঙ্কে। রাষ্ট্রপুঞ্জের একটি সংস্থা জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়েস্ট ব্যাঙ্কে অন্তত ২১৫ জন প্যালেস্টাইনিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৫৫টি শিশু। এ ছাড়াও, আরও ৮ জন খুন হয়েছেন ইজ়রায়েলি দখলদারদের হাতে।