রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতারের পর এখন এসএসকেএম হাসপাতালের আইসিইউতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর রক্তচাপে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে সোমবার রাতেই তাঁকে আইসিইউতে পাঠানো হয়। মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছে হাসপাতালের মেডিক্যাল বোর্ড। ইডির হাতে গ্রেফতারের পর বালুকে প্রথমে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল। সেখানে তিনি অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার রাতে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। মন্ত্রীর চিকিৎসার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে হাসপাতালে। স্নায়ু, হৃদ্রোগ, মেডিসিন বিশেষজ্ঞ ছাড়াও তাতে রয়েছেন কিডনি বিশেষজ্ঞ এবং ইউরোলজি বিশেষজ্ঞ।
জ্যোতিপ্রিয় বরাবরই সুগারের রোগী। কিন্তু, গ্রেফতারির পর থেকে একাধিকবার অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে তাঁকে। গ্রেফতারের পর আদালতে শুনানি চলাকালীন অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি থাকার পর তাঁকে হেফাজতে পায় ইডি। কিন্তু, তারপর থেকে যতবারই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন ততবারই শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেছিলেন। এমনকী, বেশিদিন বাঁচবেন বলেও জানিয়েছিলেন তিনি।
১৪ দিন ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল জ্যোতিপ্রিয়কে। তার আগে ইডি হেফাজতে থাকাকালীনই স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি একাধিক বার নিজের অসুস্থতার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, তাঁর শরীরের বাঁ দিকের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। সে দিক তিনি নড়াচড়া করাতে পারছেন না। মন্ত্রীর চোখেমুখেও দুর্বলতার ছাপ ছিল স্পষ্ট। আর এবার ফের তাঁকে ভর্তি করা হল আইসিইউতে।