শুধুমাত্র কয়লা ও গরু পাচারই নয়, এবার জিলেটিন স্টিক উদ্ধার মামলাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে চলেছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর নিরাপত্তারক্ষী সায়গল হোসেন। বীরভূমের মহম্মদবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এবার তিহাড়ে গিয়ে অনুব্রত ও সায়গলকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ। তার জন্য আদালতের কাছে আবেদনও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুমোদনও মিলেছে বলে সূত্রের খবর।
এর আগে বীরভূমের মহম্মদবাজারে ৮১ ডিটোনেটর উদ্ধারের ঘটনায় NIA স্ক্যানারে ছিলেন অনুব্রত ও সায়গল। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, বিস্ফোরক উদ্ধারে ধৃতদের জেরা করে তাঁদের নাম পাওয়া গিয়েছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অনুব্রতর কথাতেই ওই জিলেটিন স্টিক মজুত করা হচ্ছিল। এই মামলায় মোট তিনটি চার্জশিট পেশ করেছে NIA। তাতে নাম রয়েছে কেষ্টর। সেই সূত্রেই তাঁদের জেরা করতে চাইছেন তদন্তকারীরা।
গত বছর অগাস্টে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূমের ‘বাঘ’। তারপর কয়লা পাচার মামলাতেও তাঁর নাম জড়ায়। তার আগে গ্রেফতার করা হয়েছিল সায়গলকে। প্রথমে তাঁদের আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল। পরে তদন্তের স্বার্থে তাঁদের নিয়ে যাওয়া হয় তিহাড়ে। এখনও সেখানেই রয়েছেন তাঁরা।