কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ১ ডিসেম্বর সেটি আরও এগিয়ে এসে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলেও সেটি কোথায় আছড়ে পড়বে তা এখনও বোঝা যায়নি।
আবহাওয়ার রিপোর্ট বলছে, হাওয়া প্রতিকূল। কলকাতায় মঙ্গলবার রাতের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। জানা গিয়েছে, আগামী ৬-৭ দিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই। কারণ, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ।
বৃহস্পতিবার নিম্নচাপ পরিবর্তিত হয়ে তৈরি হবে গভীর নিম্নচাপ। আর পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটাই বদলে যেতে পারে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও স্পষ্ট নয়, তবে তার প্রভাবে মেঘ ঢুকতে পারে উপকূলে। ফলে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা।
আবহাওয়ার এই পট পরিবর্তনের ফলে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা হয়ে উঠেছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বাড়বে রাতের তাপমাত্রাও। কলকাতার তাপমাত্রাও থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ডিসেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। তবে দক্ষিণবঙ্গে এখনই কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।