পিএসজিকে ফের হারানোর দুয়ারে গিয়েও শেষ রক্ষা করতে পারল না নিউক্যাসল ইউনাইটেড। ঘরের মাঠে সারা ম্যাচটা গোলের জন্য গলা ফাটাল পিএসজির সমর্থকরা। তবে আক্রমণভাগের একের পর এক ফরওয়ার্ডদের ব্যর্থতার জন্য গোল করতে পারছিল না পিএসজি। তাদের বিরুদ্ধে আরো একটি জয়ের গন্ধ পাচ্ছিল নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু তারা পারল না। শেষ মুহূর্তে পেনাল্টি গোলে দলকে বাঁচালেন কিলিয়ান এমবাপে।
প্যারিসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে নিউক্যাসলকে এগিয়ে নিয়েছিলেন আলেক্সান্দার ইসাক। প্রথম দেখায় নিউক্যাসলের মাঠে ৪-১ গোলে হেরেছিল পিএসজি। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলোর যাচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান দলটি। দ্বিতীয় দল হিসেবে পরের ধাপে যাওয়ার সুযোগ আছে বাকি তিন দলের সামনেই। ৭ পয়েন্ট নিয়ে পিএসজি দুইয়ে আছে। সমান ৫ পয়েন্ট নিয়ে নিউক্যাসল তিনে, মিলান চারে আছে।