সিল্কইয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিককেই এক লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেবে উত্তরাখণ্ড সরকার৷ উদ্ধারকাজ শেষ হওয়ার পর এই ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ এ দিন রাতেই ৪১ জন শ্রমিককে অবশেষে সুড়ঙ্গ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ আপাতত অস্থায়ী হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে উদ্ধার হওয়া শ্রমিকদের৷ তবে প্রত্যেকেই সুস্থ আছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, সুড়ঙ্গে প্রায় ৪০০ ঘণ্টা আটকে থাকলেও ভিতর থেকে বেরিয়ে এসে প্রত্যেক শ্রমিকই বলেছেন, তাঁরা ঠিক আছেন৷ এমন কি, অ্যাম্বুল্যান্সে বসেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা৷ ১৭ দিন পর সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেও তাঁদের মুখে হাসি লেগেছিল৷ শ্রমিকদের এই মনোভাবেরই প্রশংসা করছে গোটা দেশ৷
যেভাবে ১৭ দিন ধরে সুড়ঙ্গের ভিতরে আটকে থেকেও এই শ্রমিকরা নিজেদের মনোবল ধরে রেখেছিলেন, তাতে অভিভূত গোটা দেশ৷ একই ভাবে উদ্ধারকারীদের হার না মানা মনোভাবেও অভিভূত গোটা দেশ৷