ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে সঙ্গে এবার কপালে ভাঁজ ফেলছে ব্রুসেলোসিস সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন জায়গায় এই ব্রুসেলোসিসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা চিন্তা বাড়িয়েছে। কয়েক জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।
স্বভাবতই প্রশ্ন ওঠে এই ব্রুসেলোসিস আসলে কী, কীভাবে সংক্রামিত হচ্ছে মানুষ, এর কী কোনও প্রতিকার নেই? চলুন নজর রাখা যাক এই বিষয়গুলিতে-
কী এই ব্রুসেলোসিস?
এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ
গবাদি পশু থেকে ছড়ায় এটি
কুকুর, গরু, ছাগল, মোষ, উট প্রভৃতি প্রাণীর দেহ থেকে মানুষের শরীরে ঢোকে
ব্রুসেলোসিসের উপসর্গঃ
মাথায়, পেটে, পিঠে, হাঁটু অথবা গোড়ালিতে অসহ্য যন্ত্রণা
জ্বরের মতো উপসর্গ, সঙ্গে কাশি
খিদে কমে যায়, ওজন দ্রুত কমতে থাকে
অতিরিক্ত ঘাম
চিকিৎসকদের পরামর্শঃ
রক্ত পরীক্ষা এবং অস্থিমজ্জার কিছু নমুনা পরীক্ষায় রোগ নির্ণয় সম্ভব
গবাদি পশু থাকলে বাড়তি সতর্কতা
জ্বর-যন্ত্রণার মতো উপসর্গ থাকলে চিকিৎসকের দ্বারস্থ
ব্রুসেলোসিসের চিকিৎসায় নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক আছে