দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে গতকাল উত্তরকাশীর টানেল থেকে মুক্তি পেয়েছেন ৪১ জন শ্রমিক। ম্যারাথন উদ্ধার অভিযান শেষ হওয়ার পরই উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপোর্ট অনুযায়ী, ৪১ জন শ্রমিককে নিরাপদে সুড়ঙ্গ থেকে বের করে আনার পর তাঁদের শরীর স্বাস্থ্য নিয়ে জানতে ফোন করেছিলেন প্রধামন্ত্রী মোদী। পরে উদ্ধার অভিযান সফল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় উদ্ধারকারী দলের প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, উদ্ধারকাজে যুক্ত সকলেই দলগত ভাবে কাজ করে মানবিকতার এক অনন্য নিদর্শন পেশ করেছেন। পোস্টে মোদী লেখেন, ‘উত্তরকাশীতে আমাদের ভাইদের উদ্ধার অভিযানের সাফল্য সবাইকে আবেগাপ্লুত করেছে। সুড়ঙ্গে আটকে থাকা বন্ধুদের আমি বলতে চাই, আপনাদের সাহস ও ধৈর্য সবাইকে অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।’
এদিকে শ্রমিকদের ফোনে কী বলেন প্রধনমন্ত্রী? জানা গিয়েছে, মোদী ফোনে সেই ৪১ জনকে বলেন, ‘আপনাদের উদ্ধারের পর চিকিৎসকরা আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করে আর আমাকে বলেন, শ্রমিকরা সবাই ভালো আছেন। তাঁরা আনন্দ করেই সুড়ঙ্গের ভিতরে দিন কাটাচ্ছিলেন। তাঁদের অনেক সাহস। মেডিক্যাল চেক-আপে কোনও সমস্যাই ধরা পড়েনি। তাই আমি আরও একদিন অপেক্ষা করতে পারলাম না। ভাবলাম, রাতেই ফোন করে কথা বলি।’