‘২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে’ ধর্মতলায় হুঙ্কার অমিত শাহর। ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে বলেও বাংলার মানুষকে আর্জি জানালেন তিনি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ‘ দিদি কান খুলে শুনে নিন, আপনি শুভেন্দুজিকে বিধানসভার বাইরে বের করে দিতে পারেন , কিন্তু বাংলার মানুষকে বোঝাতে পারবেন না। ‘
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের একবার দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, ‘আমি গুজরাত থেকে এসেছি। কিন্তু কোনও নেতার বাড়িতে এমন নোটের পাহাড় দেখিনি।’
ছাব্বিশে পালাবদল চাইলে চব্বিশে বাংলায় মোদীজিকে জেতান, সোচ্চার ঘোষণা অমিত শাহের।