নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়
বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দমদম সাংগঠনিক তৃণমূলের যুব
সভাপতি দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা। বৃহসপতিবার সকাল
সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে সিবিআই
আধিকারিকদের বেশ কয়েকটি দল শহর কলকাতার একাধিক জায়গায় বের হয়ে
তদন্ত চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বিধাননগর
পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজের জ্যাংড়ার বাড়িতে পৌঁছে যায় একটি দল এবং ০৯:৩০ নাগাদ থেকে সিবিআই আধিকারিকরা তল্লাশী চালাচ্ছেন দেবরাজের
বাড়িতে। এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেবরাজকে।
এরই মাঝে সিবিআই হানার খবর পেয়ে জ্যাংড়ায়
অবস্থিত দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যায় বাগুইআটি
থানার পুলিশ আধিকারিক। কারা তল্লাশি অভিযান চালাচ্ছে। সিবিআইয়ের কোন কোন আধিকারিক রয়েছেন তা খোঁজখবর নিতে কেন্দ্র বাহিনীর সঙ্গে কথা বলে
পুলিশ। প্রসঙ্গত দেব্রাজের স্ত্রী অদিতি মুন্সি রাজারহাট গোপালপুর
বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তবে সূত্রের খবর দলের ক্ষমতা রয়েছে দেবরাজের হাতেই। দেবরাজ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে তৃণমূল সূত্রের দাবি। ২০১৮ সালের ২৪ জানুয়ারি অদিতি
ও দেবরাজের বিয়ে হয়। ইকো পার্কে হয় রিসেপশন। সেই অনুষ্ঠানে দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন
অভিষেক। ২০২১ সালের আগে দোলা সেন পুর্নেন্দু বোসের হাতে ছিল এলাকার ক্ষমতা। স্থানীয়দের
দাবি তৃণমূলের নাম্বার দুইয়ের আশির্বাদেই তাঁদের হাত থেকে নানা প্রতিবন্ধকতা স্বত্বেও
ক্ষমতা ছিনিয়ে নিতে সক্ষম হন দেবরাজ। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়ে যাওয়ায় আশ্চর্য হয়েছেন
অনেকেই। কারণ এর আগে তাঁর নাম এই মামলায় শোনা যায়নি।