নিউজ ডেস্ক: রাজ্যে গরু পাচার থামার লক্ষণ নেই! এবার রামনগর এলাকায় জলপথ ব্যবহার করে গরু পাচার করতে এসে গ্রামবাসীদের
হাতেনাতে ধরা পড়ল ব্যবসায়ী এবং ক্রেতা।
জানা গেছে উড়িষ্যা
থেকে একটি ট্রলারে করে প্রায় ৩০ থেকে ৩৫ টি গরু বিক্রি করার
উদ্দেশ্যে সমুদ্রের পথে আনা হয়। ট্রলার থেকে গরু নামানোর
সময় গ্রামবাসীদের নজরে আসতেই গ্রামবাসীরা ওই পাচারকারীকে দেখে ফেলে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে কিছু টাকার চাঁদার বিনিময়ে
গরু ছেড়ে দেওয়ার কথা জানায়। পুলিশের এহেন আচরণ দেখে
ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। তারা পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ আনে এবং গ্রামবাসীরা গরুগুলিকে আটকে রাখেন।
সবশেষে
গ্রামবাসীরা শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হবে সেবিষয়ে
গ্রামবাসীরা সন্দিহান। তাঁদের অভিযোগ পুলিশ মাসোহারা নেয়। সেইকারণে স্থল হোক বা যে
কোন পথে গরু পাচার হলেও পুলিশ চোখ বুজে থাকে।
যদিও
উড়িষ্যার এই গরু ব্যবসায়ী কার কাছে কোন গরু কিনে কাকে বিক্রি করছিল সেই সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র দেখাতে
পারেনি।এবং যিনি ক্রেতা তিনিও গরু কেনার কোন কাগজপত্র পাননি।গরু নিয়ে আসা হয়েছে রামনগর বিধানসভা কেন্দ্রের মন্দারমনি থানা এলাকার দক্ষিণ
পুরুষোত্তমপুর এলাকায়।