নিউজ ডেস্ক: বলিউডের এক সিনেমা ছিল বান্টি অউর বাবলি। সিনেমার
মূল গল্প স্বামী স্ত্রী মিলে হাতসাফাই করত। এবার বাস্তবের বান্টি
বাবলি দেখা গেল শিলিগুড়ি শহরে। স্কুটি নিয়ে
হাতসাফাই থেকে ছিনতাইয়ের সিদ্ধহস্ত এই দম্পতি। এখন অবশ্য তারা পুলিশের জালে।
পুলিশ জানিয়েছে সাত সকালেই স্কুটি চেপে বেরিয়ে
পড়ত ওই দম্পতি। এরপর যুগলবন্দিতে শুরু হত হাত সাফাই
ছিনতাইয়ের কাজ। স্কুটি নিয়ে ওই যুগল
টহল দিয়ে টার্গেট স্থির করত। এরপরই টোপ দেওয়া হত। কখনও স্কুটিতে
পেছন থেকে ছিনতাই করে দ্রুত গতিতে বেরিয়ে যেত। কখনো আবার স্ত্রী
টার্গেট কে নিশানা করে গল্প জুড়ে দিতেই হাত সাফাইয়ের কার্য সিদ্ধি করত স্বামী।
সম্প্রতি শিলিগুড়ি শহরের দেশবন্ধু পাড়া এলাকার এক মহিলার
সোনার চেন ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে দম্পতি ছিনতাইকারী
যুগলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বাপি কর্মকার ও সঞ্চিতা কর্মকার।
জানা গিয়েছে গত ৯ নভেম্বর দেশবন্ধু পাড়ার এক
মধ্যবয়স্কা মহিলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপরই শিলিগুড়ি থানার পুলিশের
কাছে অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই এই স্কুটিতে চেপে
ছিনতাইকারী দম্পতির সন্ধান পায় পুলিশ। মূলত ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজের
রেকর্ড সংগ্রহ করে তা থেকেই এই দুই দম্পতিকে চিহ্নিত করে পুলিশ। কাউয়াখালী এলাকা
থেকে দম্পতি ছিনতাইকারী এবং হাত সাফাইয়ে পটু যুগলকে
গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক অনুমান শুধুমাত্র এই বিক্ষিপ্ত একটি ঘটনা নয় শহর
জুড়ে ঘটা একাধিক ছিনতায়ের ঘটনায় দম্পতি যুগল জড়িত। শিলিগুড়ি থানার পোলের এই
দম্পতিকে হেফাজতে নিয়ে মেট্রোপলিটন এলাকায় একাধিক থানায় ছিনতায়ের ঘটনাগুলিকে
একত্রিত করে তদন্ত শুরু করছে। পুলিশ সূত্রের খবর কাওয়াখালি সংলগ্ন এলাকাতেই বসবাস
করতেন ওই দম্পতি। দুজনেই কোনো কাজে নিযুক্ত থাকার ভান করে সাত সকালেই বেরিয়ে পড়ত।