নিউজ ডেস্ক: আলুর গোডাউনে অভিযান
চালিয়ে ১৫ হাজার বোতল কাফ সিরাপ উদ্ধার করল ডালখোলা থানার পুলিশ। বৃহস্পতিবার একজন
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোডাউনের তালা ভেঙে পুলিশ ওই কাফ সিরাপ উদ্ধার করে।
জানা গেছে বুধবার রাতে ২৭ নম্বর জাতীয় সড়কের
ধারে শিক্করে ওই গোডাউনে অভিযান চালায় পুলিশ। সারা রাত কঠোর নিরাপত্তায় ঘিরে রাখা
হয়েছিল আলুর গোডাউনটি। এদিন গোডাউনের তালা ভেঙে পুলিশ ওই কাফ সিরাপ উদ্ধার করে।
এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহাবাজ সোহেল, চাকুলিয়া থানার আইসি পিনাকি সরকার। ডালখোলা থানার
ওসি দিবেন্দু দাস সহ অন্য পুলিশকর্মীরা। ঘটনায় গোডাউন মালিক মহম্মদ মঞ্জুর আলম
পলাতক।