নিউজ ডেস্ক: উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর রাজ্যের অন্যতম
ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান। এলাকার এই ঐতিহাসিক স্মৃতি সংরক্ষন ও এলাকাটিকে ঘিরে
রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র তৈরী করা হচ্ছে। প্রশাসন সূত্রে
খবর ১০ একর জায়গাটিকে নিয়ে একটি পর্যটন কেন্দ্র তৈরী করার পরিকল্পনা করেছে হাওড়া
জেলা প্রশাসন (পর্যটন উন্নয়ন বিভাগ)।
প্রায় ৪.৬
কোটি টাকা ব্যায়ে এই পর্যটন কেন্দ্রে ইকো পার্ক, শিশু উদ্যান, অর্কিড
বাগান, নার্সারী, প্রজাপতি উদ্যান,
রঙিন মাছের পুকুর, বৃদ্ধ বৃদ্ধাদের আড্ডা
দেওয়ার জায়গা তৈরী করা হবে। পাশাপাশি ইকো পার্কে ক্যাফেটেরিয়া, পুকুর সৌন্দর্যায়ন, মাটি ও গাছ বাড়ির আদলে পর্যটক
আবাস, ভগ্নপ্রায় গোপীনাথ জিউ মন্দিরের সংরক্ষন ও
সৌন্দার্যায়ন করা হবে। রাজবাড়ির আদলে মডেল শো বাড়ি ও মিউজিয়াম ও বাংলার
হস্তশিল্পের প্রদর্শনী কক্ষ গড়ে তোলা হবে। পাশাপাশি মুক্ত সংস্কৃতি চর্চা মঞ্চ,
ডরমেটরি, সম্মেলন কক্ষ নির্মান,ঝিলে মাছ ধরা ও বোটিং এর
ব্যবস্থা ছাড়াও রাজস্থানের চিতোর গড় দুর্গের প্রবেশ দ্বারের আদলে মুল এলাকার
প্রবেশ তোরন নির্মান করা হচ্ছে।
রায়বাঘিনী
রানী ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতির সভাপতি তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা
জানান, “সাংসদ, বিধায়ক,
স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের
সহযোগিতায় এই এলাকা রাজ্যের অন্যতম একটা পর্যটনস্থল হিসাবে গড়ে উঠছে। ইতিমধ্যে এই
নিয়ে রাজ্য পর্যটন বিভাগের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যটন কেন্দ্রটি
তৈরী হয়ে গেলে রাজ্যের মধ্যে গড়ভবানীপুর অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে”।