দীর্ঘ ১৭ দিন অন্ধকারে থাকার পর আলোর মুখ দেখেছিলেন, তবুও যেন পুরোপুরি স্বস্তি মিলছিল না। অবশেষে নিজ রাজ্যে ফিরলেন উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া উত্তর প্রদেশের ৮ জন শ্রমিক। স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলেই। টানা ১৭ দিন ধরে উত্তরকাশির সুড়ঙ্গে আটকে ছিলেন মোট ৪১ জন শ্রমিক, তাঁদের মধ্যে ৮ জন উত্তর প্রদেশের বাসিন্দা। শুক্রবার সকালে লখনউতে এসে পৌঁছন সেই ৮ জন শ্রমিক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেখা করবেন সকলের সঙ্গে।
সন্তোষ কুমার নামে একজন শ্রমিক জানিয়েছেন, “আমরা খুব ভালো বোধ করছি, আমরা কোনও অসুবিধার সম্মুখীন হচ্ছি না…আমরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করব এবং আমরা চমৎকার অনুভব করছি।” মনজিৎ নামে আরও একজন জানিয়েছেন, “আমি খুব আনন্দ বোধ করছি, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, আমি কখনও ভাবিনি যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারব, এমনকি স্বপ্নেও ভাবিনি।”